সবারবেলায় সত্য কথন

টিসিবির সয়াবিন তেল রাউজানে মুদি দোকানে

রাউজানে বিভিন্ন অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়া হাট বাজারে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুযানুল ইসলাম।

জানা গেছে, অভিযানে দেলোয়ার ট্রেডার্স নামের এক মুদি দোকান থেকে টিসিবির ২ লিটারের ১৩টি বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। এসময় দোকান মালিক দেলোয়ারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানে মূল্য তালিকা না রাখায় মায়ের দোয়া স্টোরের মালিক মহিউদ্দিনকে এক হাজার টাকা এবং জসিম উদ্দিন নামে আরেক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেন, বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Get real time updates directly on you device, subscribe now.